Tuesday, 5 April 2011

অর্হৎ বনভন্তে কে?

আজ থেকে আড়াই হাজার বছর আগে মানবের দুঃখ মুক্তির জন্য মানব পুত্র গৌতম বুদ্ধের আগমন । তিনি আজকের পশ্চিমা বিজ্ঞানীদের মত একটি বিশেষ জ্ঞানের আবিষ্কারক যার নাম তিনি দিয়েছিলেন নির্বাণ
এখন প্রশ্ন হচ্ছে নির্বাণ কি?
মানবের দুঃখ থেকে মুক্তিই নির্বাণ।
দূঃখই বা কি?
বুদ্ধ বলেছেন,"জন্ম, মৃত্যু, ব্যাধি, জরা, অপ্রিয় সংযোগ, প্রিয় বিয়োগ, ইপ্সিত বস্তুর অলাভ, দেহ-মন । সংক্ষেপে এই ৮টি দুঃখ।"
দুঃখের কারণ কি?
তৃষ্ণা বা ইচ্ছা
এই ইচ্ছা নিরোধের উপায় কি বা নির্বাণ লাভের উপায়ই বা কি?
বুদ্ধ বলেছেন," ৮ টি পথ অনুসরণ করলে যে কেউ নির্বাণ লাভ করতে পারে। তা হচ্ছেঃ সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্ঠা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি।"
এখন কথা হচ্ছে বনভন্তে কে?
তিনি এই ৮টি পথ অনুসরণ করে নির্বাণ লাভ করার গৌরব অর্জন করেছেন । তিনি বর্তমানে রাঙ্গামাটিতে অবস্থান করছেন। তিনি ৯২ বছর বয়স্ক। কিন্তু তার জ্ঞান চির অম্লান।
তাঁর সম্পর্কে আরো জানতে অপেক্ষা করুন...  



No comments:

Post a Comment