Wednesday 3 May 2017

969BP Bhagavā Buddha

969BP

 ভগবা বুদ্ধ   

(Bhagavā Buddha)



By Dipannita Barua Source: 969BP| 2017-05-03 15:30:17|Editor: Ratana

Buddha image in Leshan (aka Dafo), China is the tallest stone Buddha statue in the world

"ভগবান বুদ্ধ" বলে বাঙালিরা সম্বোধন করে থাকি - জগতপূজ্য বুদ্ধকে। পালিতে কিন্তু এই 'ভগবান' শব্দটি আপনি পাবেন না। ভগবান সংস্কৃত শব্দ যা বাংলায় এসেছে। আমরা পালিতে পাই 'ভগবা'।

Bhagavān is a Sanskrit word. You never find this word in Pāli. In Pāli, we find Bhagavā. But in Bengali, we used to say Bhagavān Buddha. Let us see its explanation... 

বুদ্ধের নয় (৯) গুণের মধ্যে সর্বশেষ যে গুণটি পাই তা হচ্ছেঃ 'ভগবা'। আসুন জেনে নিই এ শব্দের কিছু ব্যাখ্যা।

ভগবা:- (ভগবান) ইহা অত্যন্ত শ্রেষ্ঠ উপাধি। প্রাণিগণের মধ্যে যিনি সর্ব্বশ্রেষ্ঠ তিনিই এই উপাধি পাইবার যোগ্য। ছয় প্রকার ঐশ্বর্য্যযুক্ত যিনি তিনি ভগবান। লৌকিক ও লোকত্তর সুখদায়ক দান, শীল প্রভৃতি দশ পারমিতা পূর্ণ করিয়াছেন বলিয়া ভগবান। সমুদয় শ্রেষ্ঠ গুণের আধার বলিয়া ভগবান।

ভগ্গ রাগো, ভগ্গদোসো, ভগ্গমোহো, অনাসবো,

ভগ্গাস্স পাপকা ধম্মা ভগবা তেন বুচ্চতীতি।

রাগ (কাম) ভগ্ন, দ্বেষ (ক্রোধ) ভগ্ন, মোহ (অজ্ঞানতা) ভগ্ন, এবং আসবহীন। ইঁহার সমুদয় পাপধর্ম্ম ভগ্ন, এইহেতু তিনি ভগবান নামে কথিত হন।

সরলার্থ। বুদ্ধের কাম, ক্রোধ ও অজ্ঞানতা দূরীভূত হইয়াছে। আসবহীন হইয়া তিনি সুমুত্ত হইয়াছেন, এবং তাঁহার সমুদয় পাপ বিনষ্ট হইয়াছে, এই কারণে তিনি ভগবান বলিয়া কথিত। (সুত্রঃ রত্নমালা)


এছাড়া ভারতত্ত্ববিদ, উপমহাদেশের প্রথম ডিলিট পণ্ডিত বেণীমাধব বড়ুয়া তাঁর মধ্যম নিকায় (১ম খন্ড) বঙ্গানুবাদের টীকাতে লিখেছেনঃ ভগবান মানে শাস্তা বা শিক্ষক

Bhagavā: Blesses One;
* Having the characteristic of magnetic attraction.
* When you meet him, you want to go back to see him.
* When you hear him speak, you want to back to hear him speak again. 

The Blessed One (Bhagava)

The Lord Buddha is called “The Glorious” because he is associated with glory. Here the word glory is used to refer to six supernatural powers: Lordship – Issariya, Supramundane Dhamma, Fame – Yasa, Splendor – Siri, Wish – Kama and Endeavor – Payatta;— He has the supreme power of lordship over His own mind, such as:—
(1) making his body minute, as small as the size of an atom (Anima];
(2) making his body light and swift (Laghima);
(3) making his body gigantic (Mahima);
(4) arriving where he would like to go (Patti);
(5) producing what he wants by resolving and so on (Pakamma);
(6) power to make anyone or anything follow His wishes (Isita);
(7) mastery of miraculous powers (Vasita), and
(8) power of immediate accomplishment at His wish while performing a case (Yatthakamavasayita).


Wait... 

No comments:

Post a Comment